Wellcome to National Portal
Main Comtent Skiped

একনজরে

একনজরে-ইউআরসি

উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)

উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় এক নতুন অবকাঠামোগত সংযোজন। প্রাথমিক শিক্ষার গুণগতমান-উন্নয়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (১৯৯৭-২০০৪)-এর আওতায় আইডিয়াল প্রকল্প, নরওয়ে সাহায্য পুষ্ট প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন প্রকল্প, বিশ্বব্যাংক ও এডিবি সাহায্য পুষ্ট প্রকল্পের অর্থায়নে দেশের ৪৮১টি থানা/উপজেলায় ইউআরসি স্থাপিত হয়। পরবর্তীতে ২০০৫ সালে বাংলাদেশ সরকার দেশের ৪৮১টি থানা/উপজেলা রিসোর্স সেন্টার রাজস্ব বাজেটের আওতাভূক্ত করেন। অতঃপর তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (২০১১-২০১৬)-এর শুরুতেই নবসৃষ্ট ২৪টি থানা/উপজেলায় ইউআরসির কার্যত্রম সচল করা হয়।

উপজেলা রিসোর্স সেন্টার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রিত একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান।

মাঠ পর্যায়ে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে স্বল্প মেয়াদী প্রশিক্ষণ প্রদান করে থাকে।

এর অনুমোদিত জনবল সংখ্যা ৪ জন।

১। ইন্সট্রাক্টর ১ জন (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা)

২। সহকারী ইন্সট্রাক্টর ১ জন (২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা)

৩। ডাটা এন্ট্রি অপারেটর ১ জন

৪। নিরাপত্তা প্রহরী ১ জন।